• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

আধিপত্য বিস্তারে শতাধিক ককটেল বিস্ফোরণ, যুবক নিহত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৩, ০৯:২৫ পিএম
আধিপত্য বিস্তারে শতাধিক ককটেল বিস্ফোরণ, যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুরে আধিপত্য বিস্তারের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।

রোববার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের জনতার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারয়ণপুর গ্রামের মো. কসিমুদ্দিনের ছেলে জিয়ারুল ইসলাম জিয়া (৩৮)।

স্থানীয়রা জানান, পদ্মা নদীর তীরবর্তী স্থান হতে অবৈধভাবে মাটি-বালু কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বর্তমান মেম্বার রুহুল কাসারির সঙ্গে আজিজুল গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সুন্দরপুর এলাকায় তাদের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরই জের ধরে শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় এলাকায় প্রায় ২০টি ককটেলের বিস্ফোরণ ঘটে।

রোববার বিকালে আবারও রুহুল মেম্বার গ্রুপের সঙ্গে আজিজুল গ্রুপের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষ শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে জিয়ারুল ইসলাম জিয়া বোমার আঘাতে মারাত্মকভাবে গুরুতর আহত হলে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনকে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।

সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন নিহতসহ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Link copied!