• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা


সাভার প্রতিনিধি
প্রকাশিত: মে ২৪, ২০২৪, ১২:০৫ পিএম
জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
জাহিদ ইসলাম রমজান

সাভারে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ে ধারালো অস্ত্রের আঘাতে জাহিদ ইসলাম রমজান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ । 

এর আগে, সাভারের বিরুলিয়ার কাকাবো এলাকায় খেয়াঘাট মহল্লায় ওই ব্যক্তিকে কুপিয়ে রক্তাক্ত করে সন্ত্রাসীরা।

নিহত রমজান সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবো মহল্লার শওকত আলীর ছেলে। তিনি পেশায় কৃষি কাজ করতেন।

নিহতের স্ত্রী সোহানা বেগম  বলেন, “র্দীঘদিন ধরে চাচাত ভাই  রহিমের সাথে আমার স্বামীর ১৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। কয়েক বার এলাকায় জমি নিয়ে বিচার হয়েছে। সেখানে আমাদের পক্ষে রায় দিয়েছে চেয়ারম্যানসহ আরো বিচারকরা। এই ১৮ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে আজ বিরুলিয়ার খেয়াঘাটে আমার স্বামীর ওপরে  রহিম, ইউনুস, অপু, দিপু, আজিজসহ অজ্ঞাত আরও ৫-৭  জন হামলা করে। তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমার স্বামীর মাথা ও সারা শরীরে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।”

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজিব  শিকদার  বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় তিনটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।  প্রাথমিকভাবে জমি নিয়ে বিরোধের জেরে তার চাচাত ভাইয়েরা কুপিয়েছে বলে জানা গেছে। তবে তদন্ত করা হয়েছে। সেই সঙ্গে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা ।

Link copied!