রংপুরের সেই ফেসবুক পোস্টকারী গ্রেপ্তার


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ০৮:৫৫ এএম
রংপুরের সেই ফেসবুক পোস্টকারী গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জের নারকীয় ঘটনার অভিযুক্ত ফেসবুক পোস্টকারী পরিতোষ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে জয়পুরহাট থেকে তাকে গ্রেপ্তার করে রংপুর জেলা পুলিশের একটি দল।

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ-মিঠাপুকুর) মো. কামরুজ্জামান। 

ওই পুলিশ কর্মকর্তা বলেন, রংপুরের পীরগঞ্জের বটতলা মাঝিপাড়ায় হিন্দু পল্লীতে হামলার অভিযোগে এখন পর্যন্ত ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও পুলিশ বাদী হয়ে দুইটি মামলা দায়ের করেছে। এর একটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযুক্ত পরিতোষ সরকারের বিরুদ্ধে এবং অপরটি হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায়  প্যানাল কোডে।

সহকারী পুলিশ সুপার আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় অভিযান চালিয়ে রাত সাড়ে নয়টার দিকে জয়পুরহাট থেকে অভিযুক্ত পরিতোষ সরকারকে গ্রেপ্তবর করা হয়। রংপুর জেলা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

অপর দায়েরকৃত মামলায় বিভিন্ন যায়গায়  অভিযান চালিয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।

নারকীয় এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশের এই উর্ধতন কর্মকর্তা।