• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভাইয়ের হাতে ভাই খুন


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২১, ০৮:১৫ পিএম
ভাইয়ের হাতে ভাই খুন

জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। 

শুক্রবার (২০ আগস্ট) দুপুরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম জানান, মেলান্দহের নাংলা ইউনিয়নের বন্দরৌহা গ্রামের এনামুল হকের বাবা আব্দুল মান্নানের কাছ থেকে জমি লিখে নেন। এর জেরে এনামুলের সঙ্গে তার ভাই জাকিরুলের বিরোধ চলে আসছিল।

আজ দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই এনামুল ক্ষিপ্ত হয়ে ছোট ভাইয়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই জাকিরুল মারা যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার ও ঘাতক এনামুলকে গ্রেপ্তার করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।