• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

ফরিদপুরে আরও ১৩ জনের মৃত্যু


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ০৫:২৮ পিএম
ফরিদপুরে আরও ১৩ জনের মৃত্যু

ফরিদপুরে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়ে আট এবং উপসর্গে পাঁচজন রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৪৫৩ জন।

একই সময়ে ৪৭২ নমুনা পরীক্ষা করে ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৪১৬।

বুধবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

মৃত ১৩ জনের মধ্যে ফরিদপুরের ৯, রাজবাড়ীর ৩ এবং মাগুরার ১ জন রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, পিসিআর ল্যাবে শনাক্ত ১৫৭ জনের মধ্যে ভাঙ্গায় ১৭, বোয়ালমারীতে দুই, নগরকান্দায় সাত, মধুখালীতে ১৪, সদরপুরে ৩৫, চরভদ্রাসনে ১১, সালথা দুই এবং ফরিদপুর সদরে ৬৯ জন। বাকি আটজন শনাক্ত হয়েছেন র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বুধবার (১১ আগস্ট) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ২৬১ জন।

এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১৭৯ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৩৭ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৫৩ জন।