রংপুরের হারাগাছ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে নিহত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চন্দ্রপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পিয়ারুল ওই গ্রামের আব্দুর রহমান মিন্টুর ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে পিয়ারুল সবার বড়। ২০১১ সালের জানুয়ারিতে পুলিশের কনস্টেবল পদে যোগ দেন তিনি।
দাফনের সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের এএসপি সদর সার্কেল আলতাবুর রহমান, রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সারোয়ার্দী বাপ্পী, হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার, রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকারসহ সহকর্মীরা।
রংপুরের এএসপি আলতাবুর রহমান বলেন, “এএসআই পিয়ারুল ইসলাম অত্যন্ত মেধাবী ও চৌকস সহকর্মী ছিলেন। মাদক বিরোধী অভিযানে তার স্পেশাল প্রতিজ্ঞা ছিল। ১৫২ পিস ইয়াবা ও চাকুসহ পলাশকে আটক করা হয়েছে। আমরা মাদক কারবারি পলাশকে পুলিশ হেফাজতে রেখেছি।”
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে রংপুরের হারাগাছ থানা এলাকায় পুলিশের একটি দল মাদকসেবী ও কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযানে মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেন এএসআই পিয়ারুল।
এসময় পিয়ারুলের বুকে ছুরিকাঘাত করে পলাশ। আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান।