অফিস থেকে বাসায় ফিরে মেয়ে দেখেন মা ও খালা মেঝেতে রক্তাক্ত পড়ে আছেন

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৯:১৩ এএম
ছবি : সংগৃহীত

রাজধানীর শেওড়াপাড়ার একটি বাসা থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারী ও ধারালো বস্তু দিয়ে আঘাত করে তাদের হত্যা করা হয়েছে। নিহত দুজন হলেন মরিয়ম বেগম (৬০) ও তার ছোট বোন সুফিয়া বেগম (৫২)।

শুক্রবার (৯ মে)  রাত ১১টার দিকে মিরপুর মডেল থানা-পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণির ওই বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন বিআইডব্লিওটিএর সাবেক প্রশাসনিক কর্মকর্তা মরিয়ম বেগম। সঙ্গে থাকতেন ছোট বোন সুফিয়াও। মরিয়মের মেয়ে মিষ্টি শুক্রবার রাত ৮টার দিকে অফিস থেকে বাসায় ফিরে মাকে রক্তাক্ত অবস্থায় ডাইনিং রুমের মেঝেতে ও খালাকে একটি শোবার ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং তারা মিরপুর থানায় খবর দেন। এ সময় বরিশালে ছিলেন মরিয়মের স্বামী সাবেক বন কর্মকর্তা কাজী আলাউদ্দিন।

মিরপুর মডেল থানার ওসি মো. সাজ্জাদ রুমন বলেন, মরিয়ম ও সুফিয়ার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। পেটে ছুরিকাঘাতের চিহ্নও রয়েছে। ওই বাসা থেকে টাকা, স্বর্ণালংকারসহ কোনো মালামাল খোয়া যায়নি। বাসার দরজা-জানালা ও গ্রিল অক্ষত।

জিজ্ঞসাবাদের জন্য বাড়ির নিরাপত্তাকর্মী ও তার স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা সাজ্জাদ রুমন। তিনি বলেন, এরই মধ্যে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি, ডিবি, পিবিআই।