সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৪:৩৭ পিএম
উপদেষ্টা পরিষদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস। ছবি : পিআইডি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। এ বিষয়ে শনিবার (১০ মে) সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার বিকালে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে উপদেষ্টা পরিষদের এই বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

[114901]

সরকারের একটি সূত্র জানিয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও সাম্প্রতিক পরিস্থিতি ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে আলোচনা হতে পারে।