‘আওয়ামী লীগ আর এই দেশে আসবে না’

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৮:৩১ পিএম
বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : প্রতিনিধি

আওয়ামী লীগ আর এই দেশে আসবে না বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, “তারা বলত, বঙ্গবন্ধুকন্যা পালায় না, তার বাবাই একটা খুনি, দুর্ভিক্ষ করে লাখ লাখ মানুষকে হত্যা করেছে। রক্ষী বাহিনীর নামে এক চল্লিশ হাজার মানুষ হত্যা করেছে।”

শনিবার (১০ মে) বিকেলে জামালপুরের মাদারগঞ্জে এফএম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সাবেক এমপি মির্জা আজমকে উদ্দেশ্য শামসুজ্জামান দুদু বলেন, “মির্জা গোলাম আজম প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি নেতা, এইটারও আর কোনো খোঁজ পাবেন না। কোনো ভবিষ্যৎ নাই। সে যেখানে যে টাকা রাখছে, সম্পত্তি রাখছে এটা জনগণের সম্পত্তি, এটা জনগণের অর্থ, যেখানেই থাক না কেন এই অর্থ বাংলাদেশে ফিরিয়া আনা হবে। তার নেত্রীর টাকাও ফিরিয়ে আনা হবে।”

টিউলিপ সিদ্দিকীর অর্থ পাচার নিয়ে বিএনপির এই নেতা বলেন, “বাংলাদেশ থেকে টাকা লুটপাট করে নিয়ে গেছে, এই টাকা এখন বাঁচাতে হবে, মন্ত্রী পর্যন্ত উঠেছিল ব্রিটিশরা তাকে ঘাড় ধরে নামিয়ে দিয়েছে। লজ্জাহীন দেশের মধ্যে তার খালা, মা চুরি করেছে, সেও একটা চোর, এতবড় একটা চোর পরিবার পৃথিবীতে আর নেই। মুজিব চোর, মুজিবের ছেলে শেখ কামাল ব্যাংক ডাকা হিসেবে বিশ্বে পরিচিত পেয়েছিল।”

আওয়ামী সরকারের গণহত্যা শামসুজ্জামান দুদু বলেন, “পৃথিবীতে যারা গণহত্যার পার্টি, তারা কখনো আর রাজনীতির সুযোগ পায় না, কখনো না। আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। তার নেতা-নেত্রীদের বিচারের আওতা আনতে হবে।”

[114912]

উপজেলা বিএনপির আহ্বায়ক মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির শামীম। প্রধান বক্তার বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটিত সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম।