উত্তাল শাহবাগ, তীব্র গরমেও বাড়ছে উপস্থিতি

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৫:৪৩ পিএম

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ করার দাবিতে তীব্র গরমেও রাজধানীর শাহবাগ মোড়ে শুরু হয়েছে ব্যাপক গণজমায়েত ও লাগাতার অবস্থান কর্মসূচি। 

শনিবার (১০ মে) বেলা তিনটার পর থেকেই ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতা সেখানে জড়ো হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উপস্থিতি।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ের একটি বিজ্ঞাপন বোর্ডের নিচে সিঁড়ির ওপর বসে কর্মসূচিতে অংশ নিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং শিবিরের কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহসহ আরও অনেকে।

কর্মসূচির শুরুতে উপস্থিত সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, “আজকের কর্মসূচি একটি লক্ষ্যেই, সবাই এক মাইক থেকে কথা বলবেন, কেউ ভিন্ন সাউন্ড সিস্টেম ব্যবহার করবেন না।”

এ সময় শাহবাগ মোড়ে চলতে থাকা বিক্ষোভে মাইকে স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। স্লোগানগুলোর মধ্যে ছিল, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে’, ‘লীগ ধরো, জেলে ভরো’, ‘আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে’, ‘এক দফা এক দাবি, লীগ আর নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, এবং ‘গদি ছাড়’ ইত্যাদি।

[114909]

এই ঘটনাকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে এবং জনমনে উত্তেজনা বিরাজ করছে।