হাসপাতালের সমস্যার সমাধান চেয়ে রাস্তায় সহকারী অ্যাটর্নি জেনারেল

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৪:২৪ পিএম
মানববন্ধন। ছবি : প্রতিনিধি

দীর্ঘদিনের অব্যবস্থাপনা, শয্যা সংকট ও চিকিৎসক ঘাটতির কারণে বিপর্যস্ত মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রোগীর চাপে নাজেহাল এ হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে রাস্তায় দাঁড়িয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান।

শনিবার (১০ মে) বেলা ১১টার দিকে মোংলা পৌর মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘মোংলা উপজেলার সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “মোংলা শুধু একটি বন্দর শহর নয়, এটি একটি শিল্প ও পর্যটন শহর। এখানকার হাসপাতাল মাত্র ৫০ শয্যার। প্রতিদিন আশপাশের উপজেলা থেকেও অসংখ্য মানুষ চিকিৎসা নিতে আসেন। রোগীর তুলনায় চিকিৎসাসেবা খুবই সীমিত। এখনই হাসপাতালটির শয্যা সংখ্যা বাড়িয়ে ১০০-তে উন্নীত করা প্রয়োজন।”

কর্মসূচির সভাপতিত্ব করেন মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. শাহীন হোসেন। তিনি বলেন, “হাসপাতালের ২৮টি চিকিৎসকের পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র পাঁচজন। এ ছাড়া ভবনের অবস্থা এতটাই নাজুক যে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত নতুন ভবন নির্মাণ ও জনবল নিয়োগ জরুরি।”

শাহীন হোসেন আরও বলেন, “হাসপাতালে গাইনী ও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ না থাকায় অপারেশন কার্যক্রম চালানো যাচ্ছে না। এতে করে গর্ভবতী নারীসহ জরুরি রোগীদের সেবা ব্যাহত হচ্ছে।”

[114904]

কর্মসূচিতে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর পৌর আমীর এম এ বারী, বিএনপির পৌর শাখার সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব হাসান, নাগরিক সমাজের আহ্বায়ক মো. নূর আলম শেখ, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠকেরা।