সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জুলাই যোদ্ধা দুর্জয়ের

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৫:২১ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া দুর্জয় মিয়া (২২)। শনিবার (১০ মে) ভোরে ফেনীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত দুর্জয় কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগর ইউনিয়নের বধুনগর গ্রামের ইসমাঈল মিয়ার ছেলে। পরিবারে চার ভাই ও এক বোনের মধ্যে দুর্জয় ছিলেন তৃতীয়।

নিহতের স্বজনরা জানান, ভৈরবে জুলাই ছাত্র জনতার আন্দোলনে সম্মুখ সারিতে ছিলেন দুর্জয়। গত ১৯ জুলাই ভৈরবে আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন তিনি। কিন্তু অর্থাভাবে চিকিৎসা করতে পারেনি তার পরিবার। পরবর্তীতে জীবিকার তাগিদে দুর্জয় পেশা হিসেবে ট্রাকচালকের সহকারী হিসেবে কাজে যোগ দেন। শনিবার ভোরে ফেনীতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় তিনি মারা যান। শনিবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন, “দুর্জয় জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক ছিলেন। জীবিকার তাগিদে ট্রাকের সহকারী হিসেবে কাজ করতেন। শনিবার ভোরে ফেনী এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। তার মৃত্যুতে পুরো এলাকার মানুষ শোকে স্তব্ধ হয়ে পড়েছে। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।”