নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তিকে মৃত ভেবে ময়নাতদন্তের হাসপাতালে পাঠাচ্ছিল। এ সময় হঠাৎ তার শরীর নড়ে ওঠে। তখন তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
রোববার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের মনতলা এলাকায় অজন্তা রাইস মিলের পেছনে উব্দাখালী নদীর তীর থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে স্থানীয় কয়েকজন উপজেলা ডাকবাংলোর বিপরীত পাশে উব্দাখালী নদীর তীরে অজ্ঞাতনামা এক ব্যক্তির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে আসেন। ওই ব্যক্তিকে মৃত ভেবে তারা বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেনকে জানান।
ওসি ফিরোজ হোসেন বলেন, “নদীর তীরে বস্ত্রহীন ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ওই ব্যক্তিকে স্থানীয় লোকজন মৃত ভেবে পুলিশকে খবর দেন। কয়েকজন পুলিশ সদস্য সেখানে গিয়ে আমাকে ফোন দিয়ে জানান, ‘ওই ব্যক্তি মারা গেছেন’। পরে আমি সেখানে যাই। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছিল। হঠাৎ ওই ব্যক্তির চোখ ও হাত নড়েচড়ে ওঠে। দ্রুত তাকে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।”
ফিরোজ হোসেন জানান, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তার পিঠে কাঁচিজাতীয় কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতাবশত তাকে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশে মারধর জখম করে মৃত ভেবে ফেলে রেখে যায়। ওই ব্যক্তির পরিচয় শনাক্তসহ বিষয়টি তদন্ত করছে পুলিশ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই ব্যক্তির পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক; নড়াচড়া করার মতো শক্তি হারিয়ে ফেলছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।