সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে উদ্বোধনী ম্যাচেই বড় জয়ের দেখা পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলার মেয়েরা। সাগরিকার হ্যাটট্রিকে লঙ্কানদের ৯-১ গোলে হারিয়ে সাফে শুভসূচনা করেছে পিটার বাটলারের শিষ্যরা।
শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরার কিংস অ্যারেনা স্টেডিয়ামে প্রথমার্ধে শ্রীলঙ্কার জালে তিনবার বল পাঠায় বাংলাদেশ। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে লঙ্কানদের জালে গোল উৎসব করে লাল-সবুজের প্রতিনিধিরা।
খেলায় মোসাম্মৎ সাগরিকা হ্যাটট্রিক ও মুনকি আক্তার করেন দুই গোল। এ ছাড়া একটি করে গোল করেছেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি।
সদ্য সমাপ্ত এশিয়ান কাপ বাছাইয়ে খেলা জাতীয় দলের ৮ জনকে এই ম্যাচের একাদশে নামান কোচ বাটলার। যার প্রভাব প্রথম মিনিট থেকেই টের পায় শ্রীলঙ্কা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই বাংলাদেশকে গোল এনে দেন স্বপ্না রানী। ১৯ বছর বয়সী মিডফিল্ডার গোলটি করেন সরাসরি ফ্রি–কিক থেকে।
আর ম্যাচের ৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। এরপরও একাধিক আক্রমণ করে বাংলাদেশ। তবে নিশানা ভেদ করতে পারেনি। ম্যাচের ৩৭ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় স্বাগতিকরা। ম্যাচে নিজের প্রথম গোলের দেখা পান সাগরিকা।
বিরতি থেকে ফিরে ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন মুনকি। ৪৯ মিনিটে শান্তি মার্ডির লম্বা ক্রসে পা ছুঁয়ে বল জালে পাঠান সিনহা। এরপর ম্যাচের ৫২ ও ৫৮ মিনিটে গোলে করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা।
এরপর বাংলাদেশকে বেশ কিছু সময় আটকে রাখে শ্রীলঙ্কা। তবে ম্যাচের ৮৫ মিনিটে গোল করে ব্যবধান ৮-০ করেন রূপা আক্তার। ৯০ মিনিটের পর সান্ত্বনার গোলের দেখা পায় শ্রীলঙ্কা। বাংলাদেশের রক্ষণের দূর্বলতার সুযোগ কাজে লাগান প্রতিপক্ষ ফুটবলার লাইয়ানশিকা। এর পরপরই শান্তি মার্ডি বাংলাদেশকে উপহার দেন ৯ নম্বর গোল।