স্বল্প সময়ের জন্য এসেছিলেন, এখন থাকবেন আরও ২ বছর

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৩:২৬ পিএম
নতুন করে দুই বছরের চুক্তি করেছেন শেজনি। ছবি: টু্‌ইটার

গত মৌসুমে লা লিগায় হান্সি ফ্লিকের অধীনে দুর্দান্ত শুরুর কয়েক ম্যাচ যেতেই দুশ্চিন্তায় মেঘ জড়ো হয় বার্সেলোনার আকাশে। কাতালান ক্লাবটির চিন্তার কারণ ছিল নিয়মিত গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেনের চোট। মৌসুমের বাকি থাকা দীর্ঘপথে বার্সার গোলপোস্ট সামলাবেন কে- এমন প্রশ্নের সমাধান টানতে অবসর ভাঙিয়ে পোলিশ গোলকিপার ভয়চেক শেজনিকে দলে টানে বার্সা। ঠেকার কাজ সারাতে সাবেক ইউভেন্তুস গোলকিপারের সঙ্গে চুক্তি করে মৌসুমের শেষ পর্যন্ত।


শেজনি প্রত্যাশার প্রতিদান দিয়েছেন দারুণভাবে। গোলপোস্টের নিচে দুর্দান্ত সব সেভ করে গত মৌসুমে বার্সেলোনাকে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপারকাপের শিরোপা জেতাতে বড় অবদান রেখেছেন।

মৌসুমের শেষ দিকে স্টেগেন সুস্থ হয়ে উঠলেও পোস্টের নিচে ফ্লিকের প্রথম পছন্দ ছিলেন শেজনিই। কিন্তু ৩৫ বছর বয়সী পোলিশ গোলকিপারের সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত জুনে। তবে পোলিশ গোলকিপারকে এখনই ছাড়ছে না কাতালান ক্লাবটি। শেজনির সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি করেছে বার্সা। অর্থাৎ কাতালান ক্লাবটির জার্সিতে ২০২৭ পর্যন্ত দেখা যাবে তাকে।

এর আগে ২০২৩-২৪ মৌসুমের শেষে সব ধরনের ফুটবল থেকে অবসর নিয়েছিলেন শেজনি। পরে স্টেগেনের দীর্ঘমেয়াদি চোটে স্প্যানিশ ক্লাবটি থেকে প্রস্তাব পেলে গত অক্টোবরে যোগ দেন বার্সায়। ধীরে ধীরে সেখানে নিজেকে প্রমাণ করেন।

গত মৌসুমে ৩০ ম্যাচে বার্সার পোস্ট সামলেছেন সেজনি। ওই সময়ে ভক্তদের প্রিয় হঠে ওঠেন পোলিশ গোলকিপার। মাঠের পারফরম্যান্সের বাইরে শেজনির রসবোধ ও খোলামেলা কথাবার্তা ভক্তদের নজর কাড়ে। এ ছাড়া তার অতিরিক্ত ধূমপানের অভ্যাস তো মিম-ম্যাটেরিয়ালে পরিণত হয়! অবশ্য শেজনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর এ অভ্যাস যেন অন্যরা অনুসরণ না করেন!

দুর্দান্ত মৌসুম কাটানো শেজনি গত মে মাসেই জানিয়েছিল, বার্সা তাকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে। তবে পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছিলেন শেজনি। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন গত সপ্তাহেই এক প্রতিবেদনে জানায়, বার্সার প্রস্তাবে রাজি হয়েছেন পোলিশ গোলকিপার। এবার সেটারই আনুষ্ঠানিক ঘোষণা এল বার্সা থেকে।

শেজনি নতুন চুক্তি করায় নতুন মৌসুমে বার্সার মূল দলের জন্য এখন গোলকিপারের সংখ্যা দাঁড়াল চারে। চোট কাটিয়ে ফেরা স্টেগেন, বার্সার একাডেমি থেকে উঠে আসা ইনাকি পেনিয়া আর চলতি মৌসুমে এস্পানিওল থেকে কাতালান ক্লাবটিতে যোগ দেওয়া হুয়ান গার্সিয়া- এ তিন জনের ‘নতুন’ করে যোগ হলো শেজনির নাম।

ইএসপিএন জানিয়েছে, নতুন মৌসুম শুরু হওয়ার আগে বার্সা ছাড়তে আগ্রহ প্রকাশ করেছেন পেনিয়া। অন্যদিকে স্টেগেনকে বিক্রির কথা ভাবলেও বার্সায় থাকতে চান জার্মান গোলকিপার।