সুপ্রিম কোর্টে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (৫ মে) বেলা এগারোটার দিকে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেন প্রাঙ্গণে এ জানাজা সম্পন্ন হয়। জানাজার নামাজে ইমামতি করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বড় ছেলে সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এহসান এ সিদ্দিক।
জানাজায় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি, সাবেক বিচারপতি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্পিকার সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবদীন, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিনিয়র অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল, জামায়াতের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ সহস্রাধিক আইনজীবী।
এর আগে রবিবার (৪ মে) বিকেল চারটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
এরপর রাত সাড়ে আটটায় ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ যোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তৃতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির।