কাতার এনার্জি থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আমদানি করা এলএনজির বিপরীতে ৫০ শতাংশ ইনভয়েসসমূহ পরিশোধ করার লক্ষ্যে পেট্রোবাংলা ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (৫ মে) পেট্রোবাংলার সভাকক্ষে এ স্মারক স্বাক্ষরিত হয়।
পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক গোলাম মো. আরিফ, মহাব্যবস্থাপক (হিসাব) মো. আবদুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
[114653]
পেট্রোবাংলার পক্ষে সংস্থার সচিব (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) মো. আমজাদ হোসেন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষে কারওয়ান বাজার শাখার উপমহাব্যবস্থাপক আশীষ কুমার দাস স্মারকে স্বাক্ষর করেন।