কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ট্রিবিউন।
প্রতিবেদনে বলা হয়, কাতার সফররত জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেয়। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
কাতারের সশস্ত্র বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাইসহ দুই দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।