লাস্যময়ী ঠোঁটের জন্য চাই এই লিপবাম

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৫:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

ঠোঁটের যত্নে অনেকেই উদাসীন। ত্বক, চুলের যত্ন নেওয়া হলেও ঠোঁটের আলাদা যত্ন নেওয়া হয় না। তাতে ঠোঁট রুক্ষ, খুস্ক হে উঠে। ঠোঁটের প্রতি  অবহেলা করলে হাসিও যান প্রাণ হারায়। তাই   লাস্যময়ী ঠোঁট পেতে যত্ন নেওয়া জরুরি।

গোলাপি ঠোঁটের পেতে অনেক রকম কেমিক্যালে পরিপূর্ণ প্রসাধনী ব্যবহার করেন। এই সব কেমিক্যাল ঠোঁটের ক্ষতি করতে পারে। তাই ঘরোয়া কিছু উপাদান দিয়ে সহজে প্রাকৃতিক লিপ বাম তৈরি করতে পারেন। যা ঠোঁটকে ময়েশ্চারাইজ করবে এবং প্রাকৃতিক গোলাপি আভা দিবে। কীভাবে ঘরেই তৈরি করবেন লিপ বাম_

লিপ বাম তৈরি করতে মূল উপাদান হিসেবে প্রয়োজন হবে বিট। বিটে এমন অনেক পুষ্টিগুণ রয়েছে যা ঠোঁটের জন্য উপকারী।

যেভাবে লিপ বাম তৈরি করবেন

বিটের রস ১চা চামচ, ভিটামিন ই ক্যাপসুল ১টি, নারকেল তেল ১চা চামচ, ভ্যাসলিন ১চা চামচ পরিমাণ নিয়ে নিন। প্রথমে বিট ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কাটুন। বিটের টুকরো মিক্সারে ব্লেন্ড করে রস বের করুন। একটি ছোট পাত্রে ভ্যাসলিন হালকা গরম করে গলিয়ে নিন। ভ্যাসলিনে ১ চা চামচ বিটের রস মেশান। এতে একটি ভিটামিন ই ক্যাপসুল কেটে ভেতরে থাকা  তেলে মিশিয়ে নিন। সঙ্গে নারকেল তেল মিশিয়ে পুরো মিশ্রণটি ভালো করে নাড়ুন। একটি ছোট কৌটোয় সংরক্ষণ করুন। প্রতিদিন ব্যবহার করলে ঠোঁট হয়ে উঠবে লাস্যময়ী,  কোমল ও মসৃণ।