কেন একসঙ্গে ২৫ পুলিশ কর্মকর্তা গেলেন আমির খানের বাসায়

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ১২:০১ পিএম
আমির খান

বলিউড তারকা আমির খানের মুম্বাইয়ের বান্দ্রার বাসায় একসঙ্গে হাজির হন প্রায় ২৫ জন আইপিএস কর্মকর্তা। তাদের প্রবেশের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। হঠাৎ পুলিশের এই ২৫ কর্মকর্তার উপস্থিতি ঘিরে তৈরি হয় নানা জল্পনা? কোনো নতুন বিতর্কে জড়ালেন কি ‘মিস্টার পারফেকশনিস্ট’?

ভারতীয় বিনোদনমাধ্যম ফিল্মবিট-এ দেওয়া এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করা হয়। সেখানে জানানো হয়, হায়দরাবাদের সরদার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ একাডেমির প্রশিক্ষণপ্রাপ্ত একদল আইপিএস কর্মকর্তা মুম্বাই সফরে ছিলেন। সফরের অংশ হিসেবেই তারা আমির খানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সেই অনুরোধে সাড়া দিয়ে অভিনেতা নিজেই তাঁদের বাসায় আমন্ত্রণ জানান।

আমিরের পক্ষ থেকে জানানো হয়, এ সফরের পেছনে কোনো গোপন কারণ নেই। সামাজিক পরিবর্তনে চলচ্চিত্রের প্রভাব এবং সেই বিষয়ে তার অভিজ্ঞতা জানতেই এই সাক্ষাৎকারের আয়োজন।

আমির খানের সঙ্গে পুলিশ বাহিনীর এই সম্পর্ক নতুন নয়। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘সরফরোশ’ চলচ্চিত্রে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছিল। সেই থেকে আইপিএস প্রশিক্ষণার্থীদের মধ্যে তার আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এর আগেও তিনি বিভিন্ন সময় তরুণ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সামাজিক ও রাষ্ট্রীয় নানা বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।
তবে এই সফরের ঠিক আগে বলিউডপাড়ায় ছড়িয়ে পড়ে আরেক গুঞ্জন—আমির খান কি এবার সত্য ঘটনা অবলম্বনে কোনো অপরাধভিত্তিক চলচ্চিত্রে নামছেন? বিভিন্ন সূত্রের দাবি, উত্তর-পূর্ব ভারতের বহুল আলোচিত ‘মেঘালয় হানিমুন হত্যাকাণ্ড’ নিয়ে নীরবে গবেষণা করছেন অভিনেতা।

এ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না দিলেও আমির খানের গবেষণার গভীরতা দেখে অনেকেই ধারণা করছেন—এটাই হতে যাচ্ছে তাঁর পরবর্তী বড় বাজেটের থ্রিলার প্রজেক্ট।

এর আগেও সমাজ-সচেতন টিভি অনুষ্ঠান সত্যমেব জয়তে উপস্থাপনার মাধ্যমে বাস্তব ঘটনা ও সামাজিক ইস্যু নিয়ে কাজ করেছিলেন আমির খান। এবারও হয়তো তিনি ফিরছেন সেই ধারাতেই—যেখানে বাস্তবতা আর কল্পনার মিশেলে তৈরি হয় ভাবনার খোরাক জাগানো গল্প।

২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে আশানুরূপ সাড়া না পাওয়ায় একসময় অভিনয় থেকে বিরত থাকার কথাও ভেবেছিলেন তিনি। তবে চলতি বছরের জুনে মুক্তিপ্রাপ্ত ‘চ্যাম্পিয়নস’ সিনেমার মাধ্যমে সেই আমিরই ফিরেছেন পুরোনো ভঙ্গিতে। এস প্রসন্ন পরিচালিত এই চলচ্চিত্রে এক বাস্কেটবল কোচের ভূমিকায় দেখা যায় তাকে, যিনি বিশেষ চাহিদাসম্পন্ন একদল শিশুকে প্রশিক্ষণ দেন। সেখানে তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ। মুক্তির আগে নানা শঙ্কা থাকলেও, ছবিটি বক্স অফিসে ভালো সাড়া পেয়েছে।

ব্যক্তিগত জীবনেও এখন অনেকটা স্থিতিশীল আমির খান। প্রেমিকা গৌরীকে নিয়ে নতুন করে জীবন গুছিয়ে নিচ্ছেন তিনি। সব মিলিয়ে বলা যায়, আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘পারফেকশনিস্ট’ আমির খান। এবার শুধু অভিনয়ের জন্য নয়, বাস্তবতা ও সাহসী কনটেন্ট বেছে নেওয়ার জন্যও।