প্রেমের ছবিটির ৬ দিনে ২০০ কোটির বেশি আয়

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০৩:২৮ পিএম
‘সাইয়ারা’ সিনেমার দৃশ্যে আহান পান্ডে ও অনীত পড্ডা

দীর্ঘদিন পর রোমান্টিক ছবিতে মাত হলো বলিউড। বর্তমান জেন-জি প্রজন্মের মনে ঝড় তুলেছে মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’। শুধু হৃদয়ে নয়, ছবিটি ঝড় তুলেছে বক্স অফিসেও। মুক্তির মাত্র ৬ দিনের মাথায় ছবিটির আয় ছাড়িয়ে গেছে ২০০ কোটি টাকা (বাংলাদেশি মুদ্রায়)। 

নবাগত আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই প্রেমের ছবিটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। ১৮ জুলাই মুক্তির পর থেকেই ছবিটি সাড়া ফেলেছে প্রেক্ষাগৃহে। ‘সাইয়ারা’র নির্মাণ ব্যয় ছিল প্রায় ৫৭ কোটি টাকা (বাংলাদেশি মুদ্রায়)। সেই ছবিই এখন আয় করে ফেলেছে ২০০ কোটির বেশি, যা প্রযোজকদের প্রত্যাশাকেও ছাপিয়ে গেছে।

ছবিটির প্রথম দিনের আয় ছিল ২১ দশমিক ৫০ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৭ দশমিক ৫ কোটি। সপ্তাহের মাঝামাঝি দিনগুলোতেও ছবিটির বাণিজ্যিক গতি কমেনি।

এই বক্স অফিস সাফল্যের নেপথ্যে রয়েছে আবেগঘন গল্প, চমৎকার সব গান, আর একেবারে তরুণ প্রজন্মকে টার্গেট করে নির্মিত রোমান্স। ছবির কাহিনি যেমন হৃদয়ছোঁয়া, তেমনি আহান-অনীতার রসায়ন তরুণ দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। অনেকেই বলছেন, বহুদিন পর বলিউডে এমন এক প্রেমের জুটি এসেছে, যাদের সঙ্গে দর্শক একাত্ম বোধ করছেন।