সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পবনদীপ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৬:৫৯ পিএম

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সঙ্গীত শিল্পী ও ইন্ডিয়ান আইডল ১২ বিজয়ী পবনদীপ রাজন।সোমবার (৫ মে) ভোরে ভারতের উত্তর প্রদেশের আমরোহায় জাতীয় সড়ক ৯-এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশটির বার্তা সংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, পবনদীপসহ আরও দুজন উত্তরাখণ্ডের চম্পাবত থেকে দিল্লিতে একটি অনুষ্ঠানের জন্য যাচ্ছিলেন। ভোর ৩টার দিকে গজরাউলা থানার সিও অফিসের কাছে পৌঁছলে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, পবনদীপ যে এমজি হেক্টরে যাচ্ছিলেন, সেটি পেছন থেকে পার্ক করা একটি আইশার ক্যান্টারকে ধাক্কা দেয়।

গজরাউলা থানার ইনচার্জ অখিলেশ প্রধান বলেন, গাড়িটি পার্ক করা একটি আইশার ক্যান্টারকে পেছন থেকে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। আঘাতের গুরুত্ব বিবেচনা করে পরে তাদের নয়ডার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

‘ইন্ডিয়ান আইডল ১২’ এর মাধ্যমে লাইমলাইটে আসেন পবনদীপ রাজন। ওই সিজনে বিজয়ী হয়েছিলেন তিনি। এরপর একের পর এক শো, রেকর্ডিংস করে ভক্ত মনে জায়গা করে নিয়েছেন উত্তরাখণ্ডের এই ছেলে। তবে কাজের জন্য যেমন খবরে থেকেছেন, তেমনই চর্চায় পবনদীপের ব্যক্তিগত জীবন। বিশেষ করে অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে সম্পর্ক।