‘হাউস অ্যারেস্ট’ অনুষ্ঠানে যে প্রশ্নে বিপাকে আজাজ খান

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৩:৩১ পিএম
সঞ্চালক আজাজ। ছবি: সংগৃহীত

সম্প্রতি বাবা-মায়ের যৌনতা নিয়ে মন্তব্য করায় বিপাকে পড়েছিল সময় রায়নার শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’। আইনি জালে জড়িয়েছিলেন রণবীর এলাহাবাদিয়া। সেই রেশ কিছুটা মলিন হতেই ফের বিতর্কে জড়ালো আরও এক শো। 
এবার আজাজ খানের ‘হাউস অ্যারেস্ট’ শো ঘিরে এবার বিতর্ক তুঙ্গে। অভিযোগ, যৌনরসে ভরপুর এই শোয়ে প্রতিযোগী জুটিদের রকমারি ‘সেক্স পজিশন’ দেখাতে হয়। আর শোয়ের এমন অশ্লীল কন্টেন্টের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সরগরম নেটপাড়া। শিব সেনা, বজরং দলের তরফে আজাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

বিতর্ক এবং আজাজ খান যেন একে-অপরের সমার্থক। ২০২১ সালে মাদককাণ্ডে গ্রেপ্তার হয়ে টানা দু‍‍`বছর হাজতবাস করতে হয়েছিল তাকে। ২০২৩ সালে জামিন পেয়ে জেলের বাইরে এলেও তাকে নিয়ে বিতর্কের অন্ত নেই। 
‘হাউস অ্যারেস্ট’ রিয়ালিটি শো সম্প্রচারিত হয় উল্লু অ্যাপে। বজরং দলের সদস্য গৌতম রাবরিয়াই প্রথম আজাজ খান এবং এই শোয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। পরে শুক্রবার রাতে মুম্বাই পুলিশ এফআইআর দায়ের করে বিতর্কিত অভিনেতার বিরুদ্ধে।

বিতর্কের সূত্রপাত একটি ভাইরাল ভিডিও ক্লিপকে ঘিরে। যেখানে শোয়ের সঞ্চালক আজাজকে পুরুষ ও মহিলা প্রতিযোগীদের ‘সেক্স পজিশন’-এর অভিনয় করে দেখানোর নির্দেশ দিতে শোনা যায়। এমন ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে।