জিল সোবুল। সংগীত জগতের প্রিয় নাম । একাধিক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তবে হঠাৎ থমকে গেলো সব। বৃহস্পতিবার (১ মে) যুক্তরাষ্ট্রের মিনেসোটার নিজ বাড়িতে আগুনে পুড়ে মৃত্যু হয় ৬৬ বছর বয়সী মার্কিন গায়িকার। বিবিসি থেকে জানা যায়, সোবুলের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সোবুলের ম্যানেজার জন পোর্টার বলেন, তিনি ছিলেন এক উচ্ছল প্রাণশক্তি এবং মানবাধিকারকর্মী, যার সংগীত আমাদের সংস্কৃতিতে মিশে গেছে। আজ আমি একজন বন্ধু ও সহযোগী হারালাম। আশা করি তার সংগীত, স্মৃতি ও উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
অন্যদিকে, মিনিয়াপোলিস শহরতলি উডবারি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বাড়িতে আগুন লাগার কারণ তদন্তাধীন রয়েছে। সোবুলের নিথর দেহ সেখান থেকেই উদ্ধার করা হয়।
জানা গেছে, জিল সোবুল আগামী শুক্রবার নিজ শহর ডেনভার, কলোরাডো-তে তার আত্মজীবনীভিত্তিক মিউজিক্যাল থিয়েটারের গান পরিবেশনের কথা ছিল। সেই আয়োজন এখন বাতিল করে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হবে।
সংগীতজগতে দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে একাধিক গান বিলবোর্ডের টপ চ্যাটে স্থান পেয়েছে। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় চলচ্চিত্র ‘ক্লুলেস’-এ ব্যবহৃত হয় তার আরেকটি বিখ্যাত গান ‘সুপারমডেল’।