দুই সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মায়েরও

বরিশাল প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৪, ০৫:৩৩ পিএম

বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার নিয়ামতি ইউনিয়নের ডালমারা গ্ৰামে এ দুর্ঘটনা ঘটে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন গৃহবধূ সোনিয়া বেগম (৩১), তার মেয়ে রেজমি আক্তার (৯) ও ছেলে সালমান মোল্লা (৫)। 

[85802]

নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, “বাড়ি থেকে ১৫ গজ দূরে লেবুগাছ থেকে লেবু আনতে যায় শিশু সালমান। এ সময় বৈদ্যুতিক খুঁটি থেকে হঠাৎ করে তার ছিঁড়ে পরে তার শরীরে। তাকে উদ্ধার করতে গিয়ে বড় বোনও আটকে যায়। তাদের মা বিষয়টি দেখে দৌড়ে বাঁচাতে গেলে তারও মৃত্যু হয়।”

আফজাল হোসেন জানান, সকালে তারা পাশের বাগানে লেবু আনতে যায়। এ সময় বাগানে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছিল। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তারা মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।