অটোচালককে হত্যায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

রংপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২, ০৯:৪৪ এএম

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চালককে হত্যা করার অভিযোগে দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক তারিক হোসেন এ রায় ঘোষণা করেন।
বর্তমানে দুই আসামিই পলাতক।

দণ্ডপ্রাপ্তরা হলেন রংপুরের সদর উপজেলার গোকলপুর ধনিপাড়া গ্রামের মফিুল ইসলামের দুই ছেলে সফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ২৪ আগস্ট অটোরিকশা চালক আবুল কালাম আজাদকে অস্ত্রের মুখে ধান ক্ষেতে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যান আসামিরা।

এ ঘটনার নিহত আবুল কালাম আজাদের মা মোখলেসেনা বেগম বাদী হয়ে গঙ্গাচড়া থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ রংপুরের সদর উপজেলার গোকলপুর ধনিপাড়া গ্রামের মফিুল ইসলামের দুই ছেলে সফিকুল ইসলাম ও সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামি চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করার ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে তারা দুজনেই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। পরে পুলিশ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।