লাইক, পোস্ট, রিপ্লাই দিলেও গুনতে হবে টাকা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪, ১২:৪৮ পিএম
প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেওয়ার পর একের পর এক পরিবর্তন আনছেন ইলন মাস্ক। এমনকি নামও পাল্টে তিনি রেখেছেন এক্স। গত বছরই মাস্ক জানান, এক্স আইডির ব্লু টিকের জন্য দিতে হবে সাবস্ক্রিপশন ফি। এবার জানা গেল, এক্সের নতুন ইউজাররা লাইক দিলেও সে জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, এত দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ব্যবহার অনেকটাই ফ্রি ছিল। তবে এবার নতুন ইউজারদের জন্য নতুন নিয়ম আনছে এক্স। এক্সে প্রবেশ করে লাইক, পোস্ট, রিপ্লাই এমনকি কোনো পোস্ট বুকমার্ক করলেও দিতে হবে টাকা। তবে এর পরিমাণ এত বেশি নয়।  

সম্প্রতি ব্যাপারটি নজরে আনে এক্স ডেইলি নিউজ। কিছুদিন আগেও নিউজিল্যান্ড ও ফিলিপাইনে এভাবে অর্থের বিনিময়ে লাইক দিতে হয়। তবে এ ব্যাপারে এক্সের পক্ষ থেকে মন্তব্য পাওয়া যায়নি। এমনকি তারা আনুষ্ঠানিকভাবেও কিছুই জানায়নি।

পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে যাওয়া বন্ধ হতে পারে। এমনকি এক্স ব্যবহার হতে পারে আরও সহজ।

এ ব্যাপারে ইলন মাস্ক অবশ্য বলছেন, “এ ঘটনা দুর্ভাগ্যজনকভাবেই ঘটছে। মনে হচ্ছে বটের কারণে এটি হচ্ছে। এতে এআইও যুক্ত আছে।”