গোপালগঞ্জে আওয়ামী লীগের ভেতরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নে সংবাদ সম্মেলন করে একযোগে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের ১০ জন নেতা। হঠাৎ এই সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টায় দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা স্বেচ্ছায় আওয়ামী লীগের সব পদ-পদবি ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ১০ নেতার স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক সাগর বাগচী।
পদত্যাগকারীরা হলেন জলিরপাড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য সাবেক সিনিয়র সহসভাপতি রুহুল আমীন শেখ, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য সাবেক সহসভাপতি অভি বাগচী ও বিদ্যুৎ বাগচী, সাধারণ সম্পাদক নরেশ গোলদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্যামল বাগচী, সদস্য শিশির বাগচী, হরিচাঁদ বাগচী, নারায়ণ গোলদার ও রনজন গাইন।
লিখিত বক্তব্যে সাগর বাগচী বলেন, আজ ২০ ডিসেম্বর থেকে আমরা সবাই কোনো ধরনের চাপ বা প্ররোচনা ছাড়াই স্বেচ্ছায় আওয়ামী লীগের সব পদ-পদবি ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পদত্যাগ করছি।
স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এই একযোগে পদত্যাগ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকে এটিকে ইউনিয়ন পর্যায়ের অভ্যন্তরীণ অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। তবে পদত্যাগকারী নেতারা সংবাদ সম্মেলনে তাদের সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো অভিযোগ বা ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনার কথা জানাননি।
এ ঘটনায় গোপালগঞ্জের রাজনীতিতে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, এই পদত্যাগের প্রভাব স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামোতে কতটা পড়ে এবং এর কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয় কি না।