প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে ২০ ডিসেম্বর, শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিলেন। সেই সূত্রে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে মর্মে একাডেমির ফেসবুক পেইজে ঘোষণা করা হয়।
মাঝে দু’দিনের বিরতি শেষে, ২১ ডিসেম্বর থেকে ফের স্বাভাবিক কার্যক্রমে ফিরতে যাচ্ছে একাডেমি। ২০ ডিসেম্বর সন্ধ্যায় এমনটাই জানান বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা মো: মাহমুদল হক জিহাদ।
তার ভাষ্যে, কিছু সংবাদ মাধ্যম এবং বিভিন্ন ফেসবুক পেইজে উক্ত বিষয়টি ‘অনির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা’ করা হয়েছে মর্মে সংবাদ প্রকাশ করে। বিষয়টি বাংলাদেশ শিল্পকলা একাডেমির দৃষ্টিগোচর হয়েছে, যা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক।
একাডেমির পক্ষ থেকে এই কর্মকর্তা আরও জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের সকল দর্শক, শুভাকাঙ্ক্ষী এবং সংবাদকর্মীদের অবগতির জন্যে জানাচ্ছে যে, রাষ্ট্রীয় শোকপালন শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পূর্বনির্ধারিত অনুষ্ঠান ও প্রদর্শনী আগামীকাল ২১ ডিসেম্বর থেকে নিয়মিত চলবে।
একাডেমি সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছে।