আ.লীগের চেয়ে বেশি বিষধর জামায়াত-চরমোনাই: বিএনপি নেতা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ১০:০৬ এএম

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ যতো ‘বিষ’ দেশবাসীকে দেখিয়েছে, তার চেয়েও বেশি দেখিয়েছে জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের দল মাত্র এক বছরে।

তিনি অভিযোগ করে বলেন, জামায়াত ও চরমোনাই পীরের দল এখন সন্ত্রাস ও চাঁদাবাজির দলে পরিণত হয়েছে। অথচ উল্টো বিএনপির দিকে আঙুল তুলে কথা বলছে তারা।

গতকাল রাতে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত নতুন সদস্য সংগ্রহ, নবায়ন ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পৌর বিএনপির সদস্য এস এম সফিউল আলমের সভাপতিত্বে ও যুবদল নেতা আমান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরীসহ স্থানীয় নেতারা।