ইভ্যালির রাসেল ও শামীমার ৩ বছরের সশ্রম কারাদণ্ড

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৫:২৬ পিএম

অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ রায় ঘোষণা করেন।

আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড কার্যকর হবে।

বাদী পক্ষের আইনজীবী এইচ এম রুহুল আমিন মোল্লা জানান, “আসামিরা সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন। এই রায়ের মাধ্যমে কিছুটা হলেও ভুক্তভোগীরা ন্যায়বিচারের স্বস্তি পাবেন। তবে রায় যথেষ্ট নয়।”

মামলা করেন মো. আবুল কালাম আজাদ। অভিযোগে বলা হয়, ইভ্যালির প্রতিষ্ঠাতা দম্পতি প্রতারণার উদ্দেশ্যে কোম্পানি চালু করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেছেন। চমকপ্রদ বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করে, মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য বিক্রি করে টাকা গ্রহণের পর পণ্য সরবরাহ করেননি।

বাদীর বক্তব্য অনুযায়ী, তিনি ইভ্যালি থেকে ১১টি মোটরসাইকেলের জন্য ২৩ লাখ টাকা প্রদান করেন, কিন্তু পণ্য পাননি। আদালতের রায়ে তাদের এই অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও অর্থ আত্মসাৎ প্রমাণিত হয়েছে।