বারান্দার পাশে ট্রান্সফরমারের স্পার্ক থেকে ফ্ল্যাটে আগুন, যুবকের মৃত্যু

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০২:৩৯ পিএম
ছবি : সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়ায় ট্রান্সফরমারের স্পার্ক থেকে আগুন লেগে যায় ফ্ল্যাটে। এতে ওই পরিবারের তিনজনের মধ্যে ছেলের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন নিহতের বাবা-মা।

শুক্রবার রাত ২টার দিকে হরিচরণ রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় আাগুন লাগে। এ ঘটনায় দগ্ধ ব্যক্তিরা হলেন মোসলেম উদ্দিন (৬৫), তার স্ত্রী সালমা বেগম (৫০) ও ছেলে মেজবাহ উদ্দিন (২৮)।

তাদের শুক্রবার ভোর প্রায় ৪টার দিকে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যায়। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মেজবাহ উদ্দিনের মৃত্যু হয়েছে।

দগ্ধদের মেয়ে তাসনুভা তাবাসসুম বলেন, ‘পরিবারের বাসার বারান্দার পাশে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বসানো ছিল। রাতের বৃষ্টির সময় ট্রান্সফরমার থেকে স্পার্ক হয়ে আগুনের স্ফুলিঙ্গ ঘরের ভেতরে প্রবেশ করলে মা-বাবা ও ভাই দগ্ধ হন।’

জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, ‘মোসলেম উদ্দিনের শরীরে প্রায় ৯০ শতাংশ, তার স্ত্রী সালমা বেগমের শরীরে ৫৫ শতাংশ এবং ছেলে মেজবাহ উদ্দিনের শরীরে ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতির একমাত্র ছেলে মেজবাহ মৃত্যু হয়।’ 

দগ্ধের মাত্রা বেশি হওয়ায় অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক উল্লেখ করে এই চিকিৎসক বলেন, ‘দগ্ধদের শ্বাসনালি পুড়ে গেছে। প্রয়োজনে যেকোনো সময় তাদের আইসিইউতে স্থানান্তর করা হতে পারে।’