মেট্রোরেলের নতুন সিদ্ধান্তে ‘অসন্তোষ’ যাত্রীদের

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৯:৩৭ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল। এত দিন যেকোনো পরিমাণ টাকা চড়ার স্থায়ী (এমআরটি বা র‍্যাপিড) পাসে যাত্রীরা কার্ডে রিচার্জ করতে পারেন। কিন্তু নতুন করে যাত্রীদের ন্যূনতম ১০০ টাকা রিচার্জ করতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ। গত ২৩ জুলাই থেকে কার্যকর করা হয়েছে বিষয়টি। অভিযোগ উঠেছে, অনুরোধের আড়ালে যাত্রীদের ১০০ টাকা রিচার্জ করতে বাধ্য করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এর আগে যাত্রীরা ন্যূনতম ২০ টাকা রিচার্জ করে যাত্রা করতে পারতেন। কিন্তু বর্তমান সিদ্ধান্ত সাধারণ যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। পাশাপাশি অসন্তোষ দেখা দিয়েছে তাদের মধ্যে।

যারা নিয়মিত যাতায়াত করেন তাদের অনেক সময় কম রিচার্জের প্রয়োজন হয়। বিষয়টি এমন নয় যে সবাই ইচ্ছে করে কম রিচার্জ করেন। অনেক সময় প্রয়োজনও হয় কম, হঠাৎ পকেটে কম টাকা থাকে। যদি ১০০ টাকাই নির্ধারণ করা হয়, তাহলে অনেকেই প্রয়োজনীয় সময় মেট্রোরেল ব্যবহার করতে পারবেন না। এ ছাড়া অনলাইনে রিচার্জেরও কোনো ব্যবস্থা নেই। এভাবে সিদ্ধান্ত নেওয়া সাধারণ যাত্রীদের জন্য কষ্টের।