বালতিতে ডুবে মারা গেল ছোট্ট মাহাদী

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ১১:৪৫ এএম
প্রতীকী ছবি

রাজধানীর ওয়ারীর একটি বাসায় এসি থেকে পড়া পানিতে ভর্তি বালতিতে পড়ে একটি শিশু মারা গেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে মারা যায় সে। মারা যাওয়া মাহাদী হাসানের বয়স ছিল ১ বছর ৬ মাস। সে লালমোহন সাহা স্ট্রিটের আবুল বাশারের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।

জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশু মাহাদীর মামা আলমগীর হোসেন জানান, নিজ বাসার পাঁচতলার রান্নাঘরে শিশুটির মা লাকি বেগম রুটি বানাচ্ছিলেন। এ সময় মাহাদী হাঁটতে হাঁটতে বাড়ির এসির পানি রাখা বালতিতে পড়ে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিশুটির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।