বিএনপি নির্বাচনী জোট করছে কি না, জানালেন সালাহউদ্দিন

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ১০:১০ এএম
সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে নির্বাচন করতে চায় বিএনপি। সমমনাদের নিয়ে নির্বাচনী জোটও হতে পারে। আমাদের মতো মাইনডেড যারা আছে, যাদের নিলে একটা শান্তিপূর্ণ নির্বাচন করতে পারব, সে হিসেবে আমাদের জোট গঠনের চেষ্টা হবে। তবে এখন পর্যন্ত আমাদের জোট গঠনের কোনো পরিকল্পনা ঘোষিত হয়নি। তবে জোট করব না এমনও নয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সালাহউদ্দিন বলেন, আমরা দক্ষিণপন্থাও না, উত্তরপন্থাও না। আমরা বাংলাদেশপন্থী। মধ্যপন্থাতে বিশ্বাস করি। সে জন্য সব রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি, যারা জনগণের প্রতিনিধিত্ব নিয়ে রাজনীতি করে, তাদের সঙ্গে কথা বলছি। আমরা একটি গণমানুষের দল হিসেবে বিএনপিকে মনে করি। সেই হিসেবে আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করতে চাই। এ দেশের রাজনীতিতে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থান সৃষ্টি করতে চাই; যাতে সব রাজনৈতিক দলের মধ্যে আদর্শিক মতপার্থক্য থাকলেও সবাই যাতে জাতীয় স্বার্থে এক জায়গায় বসতে পারি। সে রকম একটা পরিবেশ সৃষ্টি করতে চাই। এ জন্য সব পন্থীর সঙ্গে আমরা আলোচনা করছি।

নির্বাচন কমিশনে প্রধান উপদেষ্টার চিঠি নিয়ে তিনি বলেন, রাজনীতির দাবি ছিল, অন্তত আগামী রমজানের আগেই যেন নির্বাচন অনুষ্ঠিত হয়। সংস্কারের বিষয়ে মোটামুটি একটা জাতীয় ঐকমত্য নিশ্চিত হয়েছে। জুলাই জাতীয় সনদও প্রস্তুত হচ্ছে।