মির্জা আব্বাস

‘যদি জুলাই-আগস্ট না হতো, অন্য মাসে বিএনপি আন্দোলন করে সরকার ফেলে দিতো’

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৯:০৩ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ৩৬ দিনের আন্দোলনে কি সরকারের পতন হয়ে গেছে? ১৭ বছর কি আমরা রাজপথে আন্দোলন ছিলাম না। যদি জুলাই-আগস্ট না হতো আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করে সরকারকে ফেলে দিতো। একটি কথা বলতে চাই, সম্ভবত ২৩ সালের ২৮ অক্টোবর আমাদের একটা মহাসমাবেশ ছিল। ওই মহাসমাবেশে সরকারের পতন হয়ে যাওয়ার কথা ছিল। চক্রান্তের কারণে সেদিন সেটা হয়নি।

সোমবার ‘জুলাই গণঅভ্যুত্থান শোক ও বিজয়’ আয়োজিত যুব-সমাবেশে তিনি এ কথা বলেন। রমনা ইন্জিনিয়ারিং ইনিস্টিউট প্রাঙ্গণে এ সমাবেশে আয়োজন করে যুবদল।

মির্জা আব্বাস বলেন, আজকে সরকারের মধ্যে ও সরকারের বাইরে বিএনপির বিরুদ্ধে বেশ কিছু ষড়যন্ত্র চলছে, আমরা দেখতে পাচ্ছি। তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে, বিএনপিকে খাটো করে কথা বলছে, তারা ধরেই নিয়েছে, বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে। অথচ বিএনপি কখনোই বলে নাই এ কথা।

তিনি বলেন, দেশের মানুষের ভোটের অধিকারের কথা বলেছে বিএনপি, দেশের মানুষের কথা বলার অধিকারের কথা বলেছে, কোনো একটি দলের নেতারা যাদের সম্পর্কে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় আসে। তারা আমাদের নেতা তারেককে উদ্দেশ্য করে বলছে, ‘হাসিনা গেছে যেই পথে, তারেক যাবে সেই পথে’। এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়। দেশকে সুসংগঠিত রাখার স্লোগান নয়। এটা গণতান্ত্রিক ঐক্য বজায় রাখার স্লোগান নয়।