সমন্বয়কদের ধন্যবাদ জানাল ছাত্রলীগ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০২:১৮ পিএম
আব্দুল কাদের

‘শিবিরের যে সকল ছেলেরা ছাত্রলীগে গুপ্ত আকারে প্রবেশ করতো তারাই বেশি আগ্রাসী ছিল। হলে হলে ছাত্র নির্যাতন, শিবির ট্যাগ দিয়ে নির্যাতনে বেশিরভাগ ক্ষেত্রে শিবির থেকে আগত ছাত্রলীগরাই সম্মুখ সারিতে থাকতো’- গত শনিবার এমন মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের। তার এ বক্তব্যে সমর্থন জানান আরও কয়েকজন সাবেক সমন্বয়ক। এদিকে তাদেরকে ধন্যবাদও জানিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

রোববার আবার ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমের সঙ্গে হওয়া চ্যাটিংয়ের স্ক্রিনশট ফেসবুকে প্রকাশ করে এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য তুলে ধরেছেন আব্দুল কাদের (যদিও চাটিং কাদেরের সঙ্গে হয়নি বলে দাবি সাদিকের)। যেখানে ছাত্রলীগের হয়ে নির্যাতন-নিপীড়ন চালানো কয়েকজনের বিষয়ে সাদিক কায়েম মেসেজ দিয়ে তদবির করেন বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে ফের আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। এরই মাঝে সাদিক কায়েম কাদেরের এসব দাবির কড়া জবাব দিয়েছেন।   

এ ব্যাপারে রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে দেন সাদিক কায়েম। এই স্ট্যাটাসের কমেন্ট বক্সে তিনি ‘স্ক্রিনশট পলিটিক্স’-এর বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেছেন, ‘স্ক্রিনশট পলিটিক্স শুরু হলে এনসিপি-বাগছাসে থেকে দিনরাত শিবির ব্যাশিং করা অনেকেরই রাজনৈতিক ক্যারিয়ার নাই হয়ে যেতে পারে!’