৫ আগস্ট ঘিরে নিরাপত্তার শঙ্কা নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৩:৪৩ পিএম
বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আগামী ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। আল্লাহ চাইলে, সবকিছু ভালো হবে।”

বুধবার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে তিনি এসব কথা বলেন।

এসবির অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, “এটা ডিএমপি থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে, এটা পুরো বাংলাদেশে না, শুধু ডিএমপিতে চলবে। সে বিষয়ে ডিএমপির কাছে জিজ্ঞেস করলে আপনারা ভালো জানতে পারবেন।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিভিন্ন সময়ে, বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন অভিযানের পরিকল্পনা করা হয়। ধরেন, আপনাদের প্রয়োজনে আজকে আমাকে ধরে প্রশ্ন করছেন এ রকমই। প্রয়োজন হয়েছে বলেই ধরেছেন।”

বাংলাদেশের পাসপোর্ট ইস্যুতে বিভিন্ন দেশ থেকে ভিসা বাতিল ও অনঅ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে, এ এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, “অনঅ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না। যেসব দেশের সঙ্গে আমাদের অন এরাইভাল ভিসার চুক্তি আছে, তাদের আমরা ভিসা দিচ্ছি। যাদের সঙ্গে আমাদের চুক্তি নেই, তাদের তো আমরা ভিসা দেব না।”

[118184]

মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিদের বিষয়ে স্বরাষ্ট্রে উপদেষ্টা বলেন, “মালয়েশিয়ার একটা টিম এসেছিল। তারা আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিল। এক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন চুক্তি থাকে, সেসব বিষয় নিয়ে তারা আলাপ করেছে।”