গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক জনসভা শেষে কেন্দ্রীয় নেতাকর্মীরা ফেরার পথে তাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা এনসিপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় গোপালগঞ্জ জেলা প্রশাসন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলার কিছু এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
এ ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বলা হয়, ‘গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের ওপর বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনার প্রতিবাদে সারাদেশে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবরোধ কর্মসূচি পালন করা হবে।’
এছাড়া সংগঠনটির পক্ষ থেকে দেশের প্রতিটি ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দল এবং সাধারণ ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।