আসিফ মাহমুদের পিস্তলটি কী ধরনের আগ্নেয়াস্ত্র

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০২:১০ পিএম
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা সজীব ভুঁইয়ার ব্যাগে পিস্তলের ম্যাগাজিন ধরা পড়ার পর উঠে এসেছে তার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সংক্রান্ত তথ্য। তার কাছে থাকা এনপিবি (নন-প্রোহিবিটেড বোর) পিস্তলটি সরকারের আইন অনুযায়ী বৈধভাবে লাইসেন্সপ্রাপ্ত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় থেকে দেওয়া আবেদন অনুযায়ী গত বছরের ৮ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই পিস্তলের লাইসেন্সে অনাপত্তি দেওয়া হয়। জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৪ শাখার উপসচিব ইসরাত জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এ অনাপত্তি জানানো হয়।

চিঠিতে বলা হয়, ‘আবেদনকারীর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগের অনাপত্তি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।’ এতে আবেদনকারীর বাবা-মায়ের নাম ও গ্রামের ঠিকানাও উল্লেখ করা হয়।

এনপিবি পিস্তল কী

এনপিবি বা নন-প্রোহিবিটেড বোর পিস্তল হলো এমন এক ধরনের স্বল্পশক্তিসম্পন্ন আগ্নেয়াস্ত্র, যা নির্ধারিত প্রক্রিয়ায় সরকারি অনুমোদন সাপেক্ষে বেসামরিক নাগরিকরাও ধারণ করতে পারেন। এটি মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তি, জেলা প্রশাসনের সুপারিশ এবং আইন অনুযায়ী অনুমোদনের মাধ্যমে বৈধভাবে লাইসেন্সযোগ্য।

এনপিবি আগ্নেয়াস্ত্রের অন্তর্ভুক্ত পিস্তল, রিভলবার, রাইফেল বা শটগান সাধারণত ব্যক্তিগত নিরাপত্তা, শিকার বা প্রশিক্ষণের উদ্দেশ্যে লাইসেন্সের আওতায় ব্যবহার করা যায়। তবে এসব অস্ত্রের ব্যবহারে রয়েছে কড়া বিধিনিষেধ এবং নিয়মিত নবায়নের বাধ্যবাধকতা।


কারা এর লাইসেন্স পান 

২০১৬ সালে প্রণীত ‘অগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা’-এর ৩২-বিধি অনুযায়ী কিছু শ্রেণির ব্যক্তি অস্ত্রের লাইসেন্স গ্রহণে আয়কর সংক্রান্ত বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পান। এদের মধ্যে রয়েছেন—

* জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার

* মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী

* সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি (যেমন: মন্ত্রণালয় বা সরকারের উপদেষ্টা যাঁরা মন্ত্রিপর্যায়ের মর্যাদা ভোগ করেন)

এই বিধিমালার আওতায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আইনত অস্ত্রের লাইসেন্স গ্রহণের যোগ্য হন। জেলা প্রশাসন কর্তৃক প্রেরিত অনাপত্তি চিঠির প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে লাইসেন্স মঞ্জুর করে।