চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবি জানিয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন সংগ্রাম কমিটি।
সোমবার (১২ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। একইসঙ্গে মহাসড়ক সম্প্রসারণের মাধ্যমে পর্যটন ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাড. ফরিদ উদ্দিন খানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ মো. আব্দুল মোমেন চৌধুরী, কবি মাহমুদুল হাসান নিজামী, প্রফেসর মো. মুসা খান, এড. নাজিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা এসএম ফরিদ প্রমুখ।
বক্তারা বলেন, কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হলেও অপ্রশস্ত মহাসড়কের কারণে পর্যটন সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। চট্টগ্রাম দেশের রাজস্ব আয়ের ৮০ শতাংশ জোগান দিলেও এ অঞ্চলের উন্নয়ন অপ্রতুল। অবিলম্বে এই প্রকল্প শুরু না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন থেকে আগামী ১৪ মে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রাম সফরের সময় মহাসড়ক ৬ লেনের ঘোষণার দাবি জানানো হয়। এছাড়া, দাবি পূরণ না হলে ২৫ মে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়।