মানিব্যাগ থেকে টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে কুপিয়ে হত্যা 

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৬:০৯ পিএম

রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের আপন ভাগনেকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মূলত মানিব্যাগ থেকে টাকা চুরি করতে দেখে ফেলায় তাদের হত্যা করা হয়। 

সোমবার (১২ মে) ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার তরুণ নিহত দুই নারীর আপন ছোট বোনের ছেলে।

পুলিশ জানায়, পুরোনো বাইসাইকেল কিনতে ৩ হাজার টাকা দরকার ছিল ওেই কিশোরের। এজন্য সে খালার বাসায় টাকা চাইতে যায়। খালা রাজি না হওয়ায় সে মানিব্যাগ থেকে চুরি করতে গিয়ে ধরা পড়ে। খালা তার মাকে বলে দেবেন বলে ভয় দেখান। তখন তাকে ছুরিকাঘাত এবং পরে অন্য খালাকে ছুরিকাহত করে সে।

আগের দিন রোববার (১১ মে) রাতে ঝালকাঠির সদর উপজেলার আছিয়ার গ্রাম থেকে অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

এর আগে শুক্রবার (৯ মে) পশ্চিম শেওড়াপাড়ার ৬৪৯ নম্বর বাড়িটির দোতলার একটি ফ্ল্যাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক কর্মকর্তা মরিয়ম বেগম (৬০) ও তার ছোট বোন সুফিয়া বেগমকে (৫২) ছুরিকাঘাতে হত্যা করা হয়। সেদিন রাত ১১টার দিকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তারা বলেন, পশ্চিম শেওড়াপাড়ার বাড়ির সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা যায়, শুক্রবার বেলা তিনটার দিকে নীল রঙের জিনস প্যান্ট ও গাঢ় নীল রঙের শার্ট পরা এক ব্যক্তি বাড়িটির দোতলায় ওঠেন। তার মুখে সার্জিক্যাল মাস্ক আর মাথায় কমলা রঙের ক্যাপ। পরনের কাপড় পাল্টে প্রায় দেড় ঘণ্টা পর একই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে যায়।

ঘটনার পরদিন মরিয়মের স্বামী বন বিভাগের সাবেক কর্মকর্তা কাজী আলাউদ্দিন বাদী হয়ে রাজধানীর মিরপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। সে মামলার তদন্তেই গ্রেপ্তার করা হয় ওই তরুণকে।