১১৭ দিনের লন্ডন সফর শেষ করে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বাংলাদেশ সময় সোমবার (৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ বিমান হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার দুই পুত্রবধূ—জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।
মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় কাতার রয়েল অ্যাম্বুলেন্সের বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
দলের চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন নেতাকর্মীরা। তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত অবস্থান নিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন। রোববার (৪ মে) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।
নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে তিনি বলেছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি অবস্থান করবে বিমানবন্দর থেকে লো মেরিডিয়েন হোটেল পর্যন্ত। ছাত্রদল অবস্থান করবে লো মেরিডিয়েন হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত। যুবদল অবস্থান করবে খিলক্ষেত থেকে হোটেল র্যাডিসন পর্যন্ত। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবস্থান করবে হোটেল র্যাডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত। স্বেচ্ছাসেবক দল অবস্থান করবে আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত। কৃষক দল অবস্থান করবে বনানী কবরস্থান থেকে কাকলী মোড় পর্যন্ত। শ্রমিক দল অবস্থান করবে কাকলী মোড় থেকে বনানীর শেরাটন হোটেল পর্যন্ত। ওলামা দল, তাঁতীদল, জাসাস, মৎস্যজীবী দল অবস্থান করবে শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত। মুক্তিযোদ্ধা দলসহ সব পেশাজীবী সংগঠন অবস্থান করবে বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২ পর্যন্ত। মহিলা দল অবস্থান করবে গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত অবস্থান করবেন। আর বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা যার যার সুবিধামতো স্থানে অবস্থান নেবেন।
যানজট এড়াতে ডিএমপির নির্দেশনা
এদিকে খালেদা জিয়ার দেশে ফেরা ঘিরে মঙ্গলবার রাজধানীজুড়ে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকেও বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে। নগরবাসীকে এদিন কিছু রাস্তা এড়িয়ে চলতেও নির্দেশনা দিয়েছে পুলিশ। এমন পরিস্থিতিতে সকালে যথাসময়ে কেন্দ্রে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা।
তবে বিষয়টি নিয়ে ঢাকা বোর্ডের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই। বোর্ডের কর্তারা ডিএমপির ট্র্যাফিক বিভাগের ওপর ভরসা করে আছেন। আর সার্বিক পরিস্থিতি বিবেচনায় ডিএমপির ট্র্যাফিক বিভাগ থেকে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের যথেষ্ট সময় হাতে রেখে বাসা থেকে বের হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান/বনানী হতে উত্তরা পর্যন্ত সড়ক যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে নিচের রাস্তাগুলো ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি রাত ১১টা ৪৬ মিনিটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। পরদিন বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপর তাকে সেখান থেকে সরাসরি ‘লন্ডন ক্লিনিকে’ নিয়ে ভর্তি করা হয়। ১৭ দিনের ক্লিনিক-পর্ব শেষে তাকে ছেলে তারেক রহমানের বাসায় রেখে চিকিৎসা দেওয়া হয়। অবশেষে মঙ্গলবার দেশে ফিরছেন সাবেক এ প্রধানমন্ত্রী।