সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ চলছে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ৩, ২০২৫, ১০:১৬ এএম
ছবি: সংগৃহীত

চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ চলছে। শনিবার (৩ মে) সকাল ৯টায় মহাসমাবেশের উদ্বোধন করেন শাপলা চত্বরের শহীদ ইউনূস মোল্লার বাবা মো. নাজিম উদ্দিন।

সমাবেশে সারা দেশ থেকে হেফাজতের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। এর আগে সকাল থেকে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন।

চার দফা হলো-নারী বিষয়ক সংস্কার কমিশনের ‘কোরআন-সুন্নাহবিরোধী’ প্রতিবেদনসহ কমিশন বাতিল, সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা চত্বরে গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা-নিপীড়ন বন্ধের দাবিতে এ মহাসমাবেশ হচ্ছে।

সমাবেশে সভাপতিত্বে করছেন হেফাজতের আমির মাওলানা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী। এছাড়া দেশের শীর্ষস্থানীয় আলেমরা বক্তব্য দেবেন।