দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার প্রস্তুতি নিয়ে যৌথসভায় বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
[114553]
এদিকে বিএনপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বাদ মাগরিব সাড়ে ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে যৌথ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।