ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এড়াতে চান ট্রাম্প

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১১:৫৪ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নাও হতে পারে। তিনি জানান, তেহরানের সঙ্গে আলোচনার পথ এখনো খোলা রয়েছে এবং সংঘাত এড়ানোর চেষ্টা করা হচ্ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে তাঁর যোগাযোগ চলছে এবং ভবিষ্যতেও আলোচনা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। যদিও এর আগে তিনি সতর্ক করে বলেছিলেন, ইরানের সময় ফুরিয়ে আসছে এবং যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে বড় আকারের নৌবহর মোতায়েন করছে।

ইরানের সঙ্গে আলোচনা করবেন কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি ইতিমধ্যে কথা বলেছি এবং আরও কথা বলার পরিকল্পনা রয়েছে।’ এদিন স্ত্রী মেলানিয়াকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের একটি দল ইরানের উদ্দেশে রওনা হয়েছে, তবে আশা করা হচ্ছে সামরিক পদক্ষেপের প্রয়োজন হবে না।

এদিকে, ওয়াশিংটন ও ব্রাসেলসের কঠোর অবস্থানের মধ্যে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যেকোনো হামলার জবাবে তারা মার্কিন ঘাঁটি ও বিমানবাহী রণতরীতে আঘাত হানবে। এমন পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়ে বলেন, এই অঞ্চলে বিধ্বংসী পরিণতি ডেকে আনতে পারে—এমন কোনো সংকট এড়ানো জরুরি।

ইরানের এক সামরিক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে তেহরানের জবাব সীমিত থাকবে না। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রামিনিয়া রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ও ঘাঁটিগুলো ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যেই রয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ভুল হিসাব করে, তবে পরিস্থিতি ট্রাম্পের কল্পনার মতো হবে না।