ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ৬ হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংস্থা। সোমবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, আরও কয়েক হাজার মৃত্যুর তথ্য তারা যাচাই করে দেখছে।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে দেশটির অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তা সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয়। ৮ জানুয়ারি থেকে টানা কয়েক দিন ইরানের বিভিন্ন শহরে বড় আকারের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, ইরানি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর নজিরবিহীন দমন–পীড়ন চালিয়েছে এবং সরাসরি গুলি ব্যবহার করেছে। এর ফলে সাম্প্রতিক সময়ে বিক্ষোভ কিছুটা স্তিমিত হয়ে এসেছে।
বিক্ষোভে হতাহতের তথ্য সংগ্রহকারী বিভিন্ন এনজিও জানিয়েছে, টানা ১৮ দিন ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় প্রকৃত তথ্য সংগ্রহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাদের আশঙ্কা, নিহতের প্রকৃত সংখ্যা সরকারি ও বেসরকারি হিসাবের চেয়েও বেশি হতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, তারা এখন পর্যন্ত ৫ হাজার ৮৪৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে রয়েছেন ৫ হাজার ৫২০ জন বিক্ষোভকারী, ৭৭ জন অপ্রাপ্তবয়স্ক, ২০৯ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৪২ জন পথচারী। সংস্থাটি আরও জানিয়েছে, সম্ভাব্য আরও ১৭ হাজার ৯১ জনের মৃত্যুর তথ্য তারা যাচাই করছে। এ ছাড়া অন্তত ৪১ হাজার ২৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তাদের দাবি।
লন্ডনভিত্তিক স্বাধীন ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরান সরকার ইন্টারনেট পুরোপুরি বন্ধ রেখে বেসামরিক নাগরিকদের ওপর চালানো প্রাণঘাতী দমন–পীড়নের প্রকৃত চিত্র আড়াল করার চেষ্টা করছে।
এদিকে বিক্ষোভ শুরুর পর প্রথমবারের মতো সরকারি হিসাব প্রকাশ করেছে ইরান। গত সপ্তাহে দেশটির কর্তৃপক্ষ জানায়, বিক্ষোভে ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। ইরানের ‘ফাউন্ডেশন ফর মার্টার্স অ্যান্ড ভেটেরান্স’ নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ পথচারীদের ‘শহীদ’ হিসেবে উল্লেখ করেছে এবং অন্যদের যুক্তরাষ্ট্র–সমর্থিত ‘দাঙ্গাবাজ’ বলে আখ্যা দিয়েছে। সংস্থাটির দাবি, নিহত ৩ হাজার ১১৭ জনের মধ্যে ২ হাজার ৪২৭ জনই ‘শহীদ’।
অন্যদিকে ইরানের বাইরে থেকে পরিচালিত ফারসি ভাষার টেলিভিশন চ্যানেল ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে, ৮ ও ৯ জানুয়ারির মধ্যেই নিরাপত্তা বাহিনীর হাতে সাড়ে ৩৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে এই তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, তারা অন্তত ৩ হাজার ৪২৮ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, প্রকৃত নিহতের সংখ্যা ২৫ হাজার পর্যন্ত পৌঁছাতে পারে।