চাকরি ছেড়ে বসের সামনে ঢোল বাজিয়ে নাচানাচি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৪, ০৮:৪২ পিএম
চাকরি ছেড়ে উল্লাস। ছবি : ভিডিও থেকে নেওয়া

অঙ্কিত, বিক্রয় সহযোগী হিসেবে কাজ করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। সম্প্রতি কর্ম পরিবেশকে বিরক্তিকর উল্লেখ করে চাকরি ছেড়ে দিয়েছেন তিনি।  ভারতের পুনেতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার দৃশ্য ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দেন তারই বন্ধু কনটেন্ট ক্রিয়েটর আনিশ বাগাত।

শনিবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছেড়ে আনিশ বাগাত বলেন, “এ ধরনের ঘটনা সামনে আরও দেখা যাবে, কর্ম পরিবেশ দিন দিন অস্বস্তিকর হয়ে উঠছে। কারণ কর্মপরিবেশ ভালো না হলে চাকরি করা কঠিন।”

ওই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, “তিন বছর ধরে কর্মপরিবেশ নিয়ে অস্বস্তিতে ছিলেন অঙ্কিত।”

ইনস্টাগ্রামে ওই ভিডিও শেয়ার করে অঙ্কিত বলেন, “বসের কাছে আমার কোনো সম্মান ছিল না। মধ্যবিত্ত হওয়ায় বাধ্য হয়ে এতদিন চাকরি করতে হয়েছে।”

অঙ্কিত তার অফিসের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য বন্ধু বাগাতের সঙ্গে আলোচনা করেন। বাগাতই তাকে অফিসের বাইরে ঢোল বাজানোর পরামর্শ দেন। যখন ওই অফিসের ম্যানেজার বাইরে বের হন তখনই অঙ্কিতের বন্ধুরা ঢোল বাজাতে শুরু করে। ম্যানেজার এ দৃশ্য দেখে রেগে গিয়ে তা বন্ধ করার নির্দেশ দেন।