অবশেষে বরফ গলতে শুরু করেছে। আগামী সপ্তাহের শুরুতে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ট্রাম্প এ তথ্য জানান। রয়টার্স এ তথ্য জানিয়েছে
ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়ার সঙ্গে একটি সম্মেলনের খুব ভালো সম্ভাবনা রয়েছে। প্রথমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প। পরে রুশ প্রেসিডেন্ট ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করতে পারেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক ও ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বুধবার পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ।
আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। আর হোয়াইট হাউজ জানায়, উইটকফের সঙ্গে আলোচনায় ট্রাম্পের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন পুতিন।
এর আগে, ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্টকে ১২ দিনের সময়সীমা বেঁধে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, এ সময়ে শান্তি প্রতিষ্ঠা না হলে, রাশিয়া তার বাণিজ্য অংশীদারদের ওপর শুল্কারোপ করবে যুক্তরাষ্ট্র।