সকালে কেঁপে উঠল দিল্লি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ১১:০৯ এএম
ছবি : সংগৃহীত

ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লি। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৯টা ৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪। 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দিল্লির সীমান্তবর্তী হরিয়ানার ঝাজ্জরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।  

দিল্লি ছাড়াও নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ এবং গাজিয়াবাদ এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।  

ভূমিকম্পের পর দিল্লি এবং আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ভয়ে বহুতল অফিসগুলোর কর্মীরা নিচে নেমে আসেন।

এর আগে গত মঙ্গলবার দেশটির আসামের কার্বি আংলং জেলাতে ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ১।